Khoborerchokh logo

গাজীপুরে পুলিশকে থাপ্পড়, সংরক্ষিত আসনের কাউন্সিলর আটক । 242 0

Khoborerchokh logo

ছবি সংরক্ষিত আসনের কাউন্সিলর রুহুন নেছা ।

 গাজীপুর  মেট্রোপলিটন এলাকার ব্যস্ততম সড়ক চৌরাস্তায়  উল্টো পথে গাড়ি চালাতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে থাপ্পড় মেরেছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নারী কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের নেত্রী রুহুন নেছা।  আইন অমান্য  করায় ডিউটিরত  কন্সটেবল ১।  আশিকুর  রহমান   ২। হাসানুর রহমান ও সাজ্জাত  হোসেন  তাকে আটক করে  বাসন থানা পুলিশের নিকট সোপর্দ করে ।

 করে শনিবার (১৪ মার্চ) দুপুরে ১টা২০ মিনিটের দিকে  গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশের ওপর চড়াও হন ওই নারী কাউন্সিলর।
রুহুন নেছা গাসিকের সংরক্ষিত ওয়ার্ডের (৩১,৩২ ও ৩৩ নম্বর) কাউন্সিলর। তিনি গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, চান্দনা চৌরাস্তায় ট্রাফিক বিভাগের দুই কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। দুপুরে ওই কাউন্সিলর ময়মনসিংহমুখী রাস্তা দিয়ে ব্যক্তিগত গাড়িতে করে আসছিলেন। চৌরাস্তায় গিয়ে তিনি রাইট টার্ন নিতে থাকেন। ওই স্থানে রাইট টার্ন বন্ধ থাকায় এক কনস্টেবল তাকে বাধা দেন। এসময় তিনি গাড়ি থেকে নেমে ওই কনস্টেবলকে গালি দেন এবং থাপ্পড় মারেন। একই এলাকায় দায়িত্ব পালনকারী আরেক কনস্টেবল সেখানে গেলে তাকেও থাপ্পড় মারেন তিনি। পরে তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাজহারুল ইসলাম।
এদিকে বাসন থানার ওসি সাংবাদিকদের জানান বিষয়টা ভূল বুঝাবুঝির ,তবে পোশাক পরিহিত পুলিশের গায়ে হাত তোলাটা  আইনবিরোধী ,তার বিরুদ্ধে  বাসন থানার মামলা নং ২৯ তারিখ ১৪/৩/২০২০ 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com